• ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ চোরাইকৃত কয়লা ও লাইটার ভেসেল জব্দ, আটক ১২

দখিনের বার্তা
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ণ
বরিশালে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ চোরাইকৃত কয়লা ও লাইটার ভেসেল জব্দ, আটক ১২
সংবাদটি শেয়ার করুন....

 

নিজস্ব প্রতিবেদক//
বরিশালে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাইকৃত কয়লা, একটি লাইটার ভেসেল এবং ১২ জন চোরাকারবারী আটক করা হয়েছে। শুক্রবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ নভেম্বর ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন বরিশালের একটি টিম বরিশাল কোতোয়ালি থানার চরমোনাই আনন্দ ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি লাইটার ভেসেল থামিয়ে তল্লাশি করা হলে প্রায় ১ হাজার ১০০ মেট্রিক টন চোরাইকৃত কয়লা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা। এ সময় ভেসেলে অবস্থানরত ১২ জন চোরাকারবারীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, মোংলার হিরণ পয়েন্টে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে অসদুপায় অবলম্বন করে এসব কয়লা সংগ্রহ করে অবৈধভাবে পাচার করা হচ্ছিল।

অভিযানে জব্দ করা কয়লা, লাইটার ভেসেল এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান,চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।