• ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল নগরীর কাউনিয়ায় তুচ্ছ ঘটনার জেরে যুবকদের উপর হামলা

দখিনের বার্তা
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৫, ১৮:৫৪ অপরাহ্ণ
বরিশাল নগরীর কাউনিয়ায় তুচ্ছ ঘটনার জেরে যুবকদের উপর হামলা
সংবাদটি শেয়ার করুন....

 

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর কাউনিয়া লোকনাথ মন্দির সংলগ্ন একটি গায়ে হলুদের অনুষ্ঠানে তুচ্ছ ঘটনা নিয়ে স্থানীয় বাসুদেব চক্রবর্তীর ছেলে গোপাল চক্রবর্তীকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে একই এলাকার যোগেস সরকারের পুত্র সুমিত সরকারের বিরুদ্ধে। বর্তমানে আহত গোপাল চক্রবর্তী শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় বাসিন্দা এবং আহত গোপাল চক্রবর্তীর স্বজন সুত্রে জানা যায়, আহত গোপাল চক্রবর্তী গত মঙ্গলবার রাতে উল্লেক্ষিত স্থানে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এ সময় সামান্য কথা-কাটাকাটির জেরে গোপালের উপর দেশীয় অস্র দিয়ে হামলা করে সুমিত। হামলায় গোপাল মারাত্মক ভাবে আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে শেবাচিমে প্রেরণ করেন। এঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, সুমিত ভারতের পাসপোর্টধারী এবং সেদেশের বিজিবি নামক একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী।বিভিন্ন সময় সে এলাকায় ত্রাসের কায়েম করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। এছাড়াও ভারতে যাওয়া -আসার আড়ালে বিভিন্ন অবৈধ পন্য আমদানি-রপ্তানি করার অভিযোগ রয়েছে সুমিতের বিরুদ্ধে। পাশাপাশি, স্ত্রী একজন পুলিশ সদস্য হওয়ায় তার প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্মে জড়িত থাকারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, সুমিত বেশীর ভাগ সময়ই মদপ্য অবস্থায় থাকে। ফলে,ভয়ে তার অপকর্মের কেউ প্রতিবাদ করে না। এলাকাবাসীর দাবি, সুমিতকে আইনের আওতায় এনে তদন্ত পুর্বুক শাস্তির ব্যবস্থা করা হোক।
এ ঘটনায় আহত গোপালের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।