• ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল আওয়ামী লীগ ও জেলা যুবদল নেতার নেতৃত্বে বালু মহলের সিডিউল ছিনতাই

দখিনের বার্তা
প্রকাশিত মার্চ ২৪, ২০২৫, ২২:৪৪ অপরাহ্ণ
বরিশাল আওয়ামী লীগ ও জেলা যুবদল নেতার নেতৃত্বে বালু মহলের সিডিউল ছিনতাই
সংবাদটি শেয়ার করুন....

 

নিজস্ব প্রতিবেদক //
যুবদল নেতার প্রভাব বিস্তার করে নগরী ইজারাদারদের বাসা থেকে সিডিউল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গিয়েছে।
বরিশাল জেলার হিজলা সাওরা সুমিতখালি নদীর বালির মহলের গত ১৫ দিন আগে ইজারার বিজ্ঞপ্তি দেয় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় থেকে। গতকাল সোমবার শিডিউল জমা দেয়ার শেষ সময় ছিল ১০ টা থেকে ৩ টা পর্যন্ত।
সূত্র মতে,এই ইজারার ৩৩টি সিডিউল বিক্রি হয়।সোমবার দুপুর ১২টার মধ্যে শিডিউল জমা দেওয়া এবং বিকেল তিনটার সময় প্রকাশ্যে দরপত্র খোলার সময় নির্ধারণ ছিলো। ৩৩ টি সিডিউল বিক্রি হলেও ২৪ টি সিডিউল রোববার রাতে আওয়ামীলীগ নেতা মো : জাহিদুর রহমান ইমন নেতৃত্বে
জেলা যুবদল নেতা বেলায়েত, বরিশাল জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানসহ ৭০/৮০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে ২৪ জন সিডিউল ক্রেতাদের কাছ থেকে সিডিউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ তাদের অনেকের কাছ থেকে রাস্তায় বসে সিডিউল নিয়ে গিয়েছে আবার অনেকের বাসায় প্রবেশ করে সিডিউল ছিনতাই করেছে এই সন্ত্রাসী বাহিনী।এমনই এক ভুক্তভোগী হলো ১০ ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান জানান, রোববার সিডিউল ক্রয় করেন জেলা প্রশাসকের কার্যালয় থেকে। রোববার রাত ২ ঘটিকার সময় ৭০ /৮০ জন সন্ত্রাসী বাহিনী বেলায়েতের নেতৃত্বে তার বাসায় প্রবেশ করে হুমকি ধামকি শুরু করেন তাকে।একপর্যায়ে তার কাছ থেকে শিডিউল ছিনিয়ে নিয়ে যায় এই সন্ত্রাসী বাহিনী।সে আরো জানান শুধু সে নয় আরো ২৪ জনের শিডিউল এই সন্ত্রাসী বাহিনী ছিনিয়ে নেয়। সোমবার ভুক্তভোগীরা সিডিউল জমা দিতে পারেননি।
যার কারনে দরপত্রটি বাতিলের  জন্য জেলা প্রশাসকের কার্যালয় আজ আবেদন করবেন ভুক্তভোগীরা। এব্যাপারে ইমনের সাথে মুঠোফোন কথা বললে সে জানান,তার নিজের শিডিউল আটকিয়ে রাখেন একটি মহল।এ ব্যাপারে তিনি কিছু জানেন না।এ ব্যাপারে যুবদল নেতা বেলায়েত কে ফোন দিলে সে সাংবাদিকের পরিচয় শুনে ফোনের লাইন কেটে দেয়।