• ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ প্রকাশের পর গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব বহিস্কার

দখিনের বার্তা
প্রকাশিত মার্চ ১৯, ২০২৫, ১৫:৪৩ অপরাহ্ণ
সংবাদ প্রকাশের পর গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব বহিস্কার
সংবাদটি শেয়ার করুন....

 

স্টাফ রিপোর্টার,

দলবল নিয়ে অফিস চলাকালীন পৌরসভায় প্রবেশ করে এক কর্মচারীকে মারধরের ঘটনায় সুনিদিষ্ট প্রমানের ভিত্তিতে জেলার গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদ মিয়াকে দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়-দলবল নিয়ে গৌরনদী পৌরসভা কার্যালয়ে প্রবেশ করে পৌর কর্মচারী গিয়াস উদ্দিন খন্দকারকে মারধরের ঘটনায় গত ১৬ মার্চ ২৪ ঘন্টা সময় দিয়ে ফরিদ মিয়াকে কারণ দর্শানো নোটিশ দেয়া সত্বেও তিনি নোটিশের কোন জবাব দেননি।

এমনকি নোটিশ প্রাপ্তির পর ফরিদ মিয়া আবারও দলবল নিয়ে গিয়াস উদ্দিন খন্দকারের কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর গ্রহণের মতো ধৃষ্টতা দেখিয়েছেন। যেকারণে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

উল্লেখ্য, ১১ মার্চ দুপুরে অফিস চলাকালীন সময়ে পৌর বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়া তার দলবল নিয়ে পৌরসভার পানি শাখার কর্মচারী গিয়াস উদ্দিন খন্দকারের রুমে প্রবেশ করে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে অর্তকিতভাবে হামলা চালিয়ে মারধর করে।
পৌর কর্মচারী ও বিএনপি কর্মী গিয়াস উদ্দিন খন্দকার অভিযোগ করে বলেন, ফরিদ মিয়া ও তার সহযোগিরা স্থানীয় কেন্দ্রীয় এক প্রভাবশালী বিএনপি নেতার প্রভাব খাটিয়ে টিসিবির মালামাল নেয়ার প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছে।