• ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

রেস্টুরেন্টে খেতে গিয়ে বখাটের হেনস্তা, বিএমকলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

দখিনের বার্তা
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৫, ১৬:১১ অপরাহ্ণ
রেস্টুরেন্টে খেতে গিয়ে বখাটের হেনস্তা, বিএমকলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালীর বাউফলে এক বখাটের হেনস্তার পর ইতি দাস (২০) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে দাশপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ইতি বরিশাল বিএম কলেজের অনার্স প্রথম বর্ষ পড়তেন।

বাবা, মা ও ভাইয়ের সঙ্গে থাকতেন ইতি। গতকাল রাতের খাবার খাওয়ার জন্য ডাকা হলে সাড়া না পেয়ে তাঁর মা ইতির রুমে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাকে। এ সময় তিনি চিৎকার করলে আশেপাশের লোকজন এসে ইতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাউফল থানার পুলিশ জানায়, ইতি ঘটনার দিন সরস্বতী পুজা উপলক্ষে ঘুরতে বের হয়েছিলেন। দুপুর ১২টার দিকে বন্ধুকে সঙ্গে নিয়ে পাবলিক মাঠ সংলগ্ন একটি রেস্টুরেন্টে যান। রেস্টুরেন্টে তাদেরকে নানাভাবে বিরক্ত করতে থাকে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মহসিন হাওলাদারের ছেলে হৃদয় রায়হান। একপর্যায়ে হৃদয় ইতির বাবা-মাকে ফোন করে রেস্টুরেন্টে আসতে বলে। কিন্তু তারা ভয়ে ওই রেস্টুরেন্টে না গিয়ে জরুরি নম্বর ৯৯৯– এ ফোন দিয়ে বিষয়টি জানান। এরপর বাউফল থানার এসআই শাহিন এসে ইতি ও তার বন্ধুকে থানায় নিয়ে যায় এবং কিছুক্ষণ পর সেখান থেকে তাদের ছেড়ে দেওয়া হয়।

বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি ফিরে ইতি ঘরের দোতলায় ওঠেন। এরপর আর নিচে নামেননি। পরে রাতের খাবার খেতে ইতিকে তাঁর মা ডাকতে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এ বিষয়ে হৃদয় রায়হান বলেন, ‘ওই মেয়েকে ও ছেলেকে আপত্তিকর অবস্থায় পেয়েছি। পরে তাদের পরিবারকে খবর দিয়ে নিয়ে যেতে বলি। কিন্তু তারা না এসে উল্টো পুলিশ পাঠায়। এতে বিষয়টা জানাজানি হয় বেশি। একপর্যায়ে মেয়েটা কান্না করতে করতে বাসায় চলে যায়।’

এদিকে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বাউফল থানার এসআই মনিরুজ্জামান জানান, এখনো পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।