• ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের ঘটনায় ২ নারীসহ গ্রেফতার ৪

দখিনের বার্তা
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৫, ২০:০৬ অপরাহ্ণ
গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের ঘটনায় ২ নারীসহ গ্রেফতার ৪
সংবাদটি শেয়ার করুন....

messenger sharing button
facebook sharing button
whatsapp sharing button
copy sharing button
sharethis sharing button

বরিশালের গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু সাফওয়ান শিকদার (৫) খুন হওয়ার ঘটনায় ২ নারী ও ১ ইউপি সদস্যসহ ৬ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৯/১০ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 

নিহতের বাবা উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের মোঃ ইমরান শিকদার বাদি হয়ে এ হত্যা মামলা দায়ের করেন। এ হত্যা মামলার এজাহারভ‚ক্ত ২ নারী ও স্থানীয় ইউপি সদস্যসহ ৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়টি গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, শিশু সাফওয়ান শিকদার (৫) হত্যা মামলার এজাহারভ‚ক্ত আসামি একই বাড়ির রোমান চৌধুরী, তার স্ত্রী আখি বেগম, বোন রাবিনা বেগম ওরফে লাবিনা ও শরিকল ইউপির সদস্য মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ২ নারীসহ ওই ৪ আসামিকে শুক্রবার দুপুর আড়াইটার দিকে বরিশাল সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই চার আসামিাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার পরিদর্শক(তদন্ত) মোঃ মাহাবুব আলম। মামলার বাকি আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।মামলার তদন্তের স্বার্থে বিস্তারিত আর কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন ওসি ইউনুস মিয়া।

 

উল্লেখ্য, ঢাকা থেকে দাদাবাড়ি উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামে বেড়াতে এসে শিশু সাফওয়ান শিকদার (৫) গত বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের ১৬ ঘন্টা পর বৃহস্পতিবার (১৬জানুয়ারি) ভোরে একই গ্রামের মান্না বেপারীর বাড়ির কাছে জমি থেকে শিশু সাফওয়ানের লাশ উদ্ধার করে পুলিশ।