• ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল নগরীর শতবর্ষী পুকুর ভরাটের অভিযোগ, কাঠগড়ায় সহকারী প্রধান শিক্ষক!

দখিনের বার্তা
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৫, ১৯:৫২ অপরাহ্ণ
বরিশাল নগরীর শতবর্ষী পুকুর ভরাটের অভিযোগ, কাঠগড়ায় সহকারী প্রধান শিক্ষক!
সংবাদটি শেয়ার করুন....

 

বরিশাল নগরীর জগদীশ সারস্বতী মাধ্যমিক বিদ্যালয়য়ে শতবর্ষী একটি ঐতিহ্যবাহী পুকুর ভরাটের গুরুতর অভিযোগ উঠেছে খোদ স্কুলটির সহকারী প্রধান শিক্ষক কাওসার হোসেনের বিরুদ্ধে। নগরীর কালীবাড়ী সংলগ্ন এই অত্যন্ত প্রয়োজনীয় পুকুরটি ভরাট করার ঘটনায় সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলের সহকারী প্রধান শিক্ষক কাওসার হোসেনের নির্দেশে রাতের আঁধারে ট্রাকে করে বালু ও ‘শুকরি’ (ইটের খোয়া/ভাঙা ইট) দিয়ে পুকুরটির প্রায় অর্ধেক অংশ ভরাট করা হয়েছে।গুরুত্বপূর্ণ পুকুর: কালীবাড়ী সংলগ্ন এলাকার এই পুকুরটি শুধু বিদ্যালয়ের সম্পত্তিই নয়, এটি এলাকার পরিবেশের জন্য এবং জল সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

অতি প্রয়োজনীয় এই জলাশয়টি ভরাট করার উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবক মহল তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে সহকারী প্রধান শিক্ষক কাওসার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পুকুর ভরাটের বিষয়টি অস্বীকার করেন। তিনি দাবি করেন:”আমরা পুকুর ভরাট করিনি। বিদ্যালয়ের অভ্যন্তরে চলাচলের জন্য রাস্তা করার উদ্দেশ্যে কিছু ইট ও ‘শুকরি’ (ইটের খোয়া) ফেলা হয়েছে।”

তাঁর এই বক্তব্যের সঙ্গে সরজমিনে দেখা পুকুর ভরাটের দৃশ্যের অমিল নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, রাস্তার জন্য নয়, বরং পুরো পুকুরটিই দখল করে ভরাট করার চেষ্টা চলছে।

পুকুর ভরাটের বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছেন অভিভাবক প্রতিনিধিরা।তাঁরা দ্রুত এই ভরাট কাজ বন্ধ করে পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

শিক্ষার্থীরা জানিয়েছে, এটি তাদের খেলার মাঠের পাশে অবস্থিত একটি বড় জলাধার ছিল এবং এটি ভরাট হয়ে গেলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে।

পুকুর ভরাটের বিষয়ে জানতে চাইলে বরিশাল পরিবেশ অধিদপ্তেরের সহকারী পরিচালক কাজী সাইফুজ্জামান বলেন আমরা বিষয়টি জানতে পেরে সেখানে লোক পাঠিয়েছি।তারা পুকুর ভরট করেছে তাদেরকে নোটিশ করব।তারপর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।