• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বিএনপি কর্মীদের বিরুদ্ধে ড্রেজার পাইপ ভাংচুর ও চাঁদাবাজির অভিযোগ

দখিনের বার্তা
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ণ
বরিশালে বিএনপি কর্মীদের বিরুদ্ধে ড্রেজার পাইপ ভাংচুর ও চাঁদাবাজির অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ||
বরিশাল নগরীর কাউনিয়া থানার ৩ নম্বর ওয়ার্ডের মতাশা এলাকার সাপানিয়া এলাকায় বালু তোলার কাজে নিয়োজিত এক প্রতিষ্ঠানের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বিএনপি কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লাইসেন্সধারী ছাদ্দাম এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ওই এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে বালি উত্তোলনের কাজ করে আসছে। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের দাবি, বিএনপি হেভিওয়েট নেতার অনুসারী হিসেবে পরিচিত কোটন, আবেদ, নোমান, আলতাব, তাবিব ও মিলন নামের কয়েকজন তাদের কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিলো। এর আগেও বিসিক এলাকায় বালি ফেলার সময় অভিযুক্তরা তাদের কাছ থেকে ৩০ হাজার টাকা চাঁদা নিয়েছিল। সম্প্রতি মতাশার এলাকায় পুনরায় কাজ শুরু হলে তারা আবার চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় গতকাল রাত ৯টার দিকে দেশীয় অস্ত্র ও হাতুড়ি নিয়ে ড্রেজার পাইপসহ যন্ত্রপাতি ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

এ ঘটনায় কাউনিয়া থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।