• ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

 বরিশাল কোতয়ালী থানা থেকে আসামীর পলায়ন

দখিনের বার্তা
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৫, ২১:১৪ অপরাহ্ণ
 বরিশাল কোতয়ালী থানা থেকে আসামীর পলায়ন
সংবাদটি শেয়ার করুন....

 

বরিশালে কোতয়ালী থানা হাজত থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামীর পলায়নের ঘটনা ঘটেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী জয় সাহাকে খাবার খাওয়ানোর জন্য থানা হাজত থেকে বের করা হলে হঠাৎ কর্তব্যরত কনস্টেবলকে ধাক্কা দিয়ে তিনি পালিয়ে যান।

পলাতক জয় সাহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। ঘটনার পরপরই তাকে ধরতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

কোতয়ালী থানার দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “আসামী পালানোর ঘটনায় আমরা তৎপর রয়েছি। তাকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।”

তবে এই বিষয়ে জানতে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর মোবাইল নাম্বারে ফোন দিলে রিসিভ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।