নিজস্ব প্রতিবেদক //অবৈধ অস্ত্রধারীদের তালিকায় শীর্ষে থাকা সন্ত্রাসী হাসান জমাদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সাড়ে ১২ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে শীর্ষ সন্ত্রাসী হাসান গ্রেফতার হওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ করেছেন সাধারণ মানুষ।
গ্রেফতার হাসান মেহেন্দিগঞ্জ ১৪ নং শ্রীপুর ইউনিয়ন মহিষমারি গ্রামের মোসলেম জমাদ্দারের ছেলে।তার বিরুদ্ধে ডাকাতি, মাদক, নারী নির্যাতন সহ প্রায় ২০ থেকে ২১ টি মামলা রয়েছে।তিনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদকসম্রাট হিসেবে পরিচিত।
একটি সূত্রে জানা গেছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে মেহেন্দিগঞ্জ ইউনিয়নের শ্রীপুরের স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ছিলেন।
তার বিশাল সন্ত্রাসী বাহিনীও রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পলাতক থাকলেও ৫ আগস্ট ক্ষমতার পালা বদলের পর এলাকায় ফিরে শাকিল মোল্লা।এরপর নির্বিঘ্নে পুনরায় এলাকায় শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড, ডাকাতি, ছিনতাই,জমি দখল নারী নির্যাতন,চাঁদাবাজি। শ্রীপুর অবৈধ অস্ত্রধারীদের তালিকার শীর্ষে রয়েছে হাসান জমাদ্দারের নাম।
গত বৃহস্পতিবার রাতে একটি মাছ ভর্তি ট্রলারে থাকা জাল ও মাঝিদের মেরে ধরে টাকা ও মোবাইল
ছিনিয়ে তার আস্তানায় নিয়ে যায় হাসান তার বাহিনী।পরে এলাকার লোকজন এই খবর পেয়ে ওই রাতে ট্রলার উদ্ধারে যান।এসময় হাসানের সাঙ্গোপাঙ্গদের সঙ্গে নিয়ে এলাকাবাসীকে বাধা দেয় হাসান বাহিনী।এরপর থেকে তাকে গ্রেফতারে নজরদারি বৃদ্ধি করে পুলিশ।
অবশেষে শুক্রবার দুপুরে তার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।
মেহেন্দিগঞ্জ থানার ওসি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
ওই এলাকার আব্বাস নামের এক বাসিন্দা জানান,সাদিক আব্দুল্লাহ থেকে শুরু করে পঙ্কজ দেবনাথ ও শাম্মীর রাজনীতি করতেন।তবে জানা গিয়েছে বিভিন্ন সময় তাদের নাম ব্যবহার করি সে বিভিন্ন অপকর্ম করে বেড়াতেন। ৫ আগস্ট এর পর হাসিনা সরকার পালিয়ে গেলে তার অপরাধ সাম্রাজ্য চালিয়ে যাওয়ার জন্য স্থানীয় বিএনপি নেতকর্মীদের সাথে ঘুরে বেড়াচ্ছেন, এবং তাদের পদ পদবী ব্যবহার করে। অপরাধের সাম্রাজ্য চালিয়ে যাচ্ছেন।গতকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনের শুভেচ্ছা ফেসবুকে পোস্ট করে, রাতে ডাকাতি করতে যান এই শীর্ষ সন্ত্রাসী। মূলত বিএনপিকে বেকায়দায় ফলানোর জন্যই বিএনপি নেতা কর্মীদের সাথে চলছেন।বহু বিবাহকারী সে একজন লম্পট প্রতারক।নারীদের জীবন নষ্ট করেন। তার নামে রয়েছে নারী নির্যাতনকারী মামলা।