• ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল-২ আসনে আটজন প্রার্থীর গণসংযোগ শুরু

দখিনের বার্তা
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৬, ১৭:২০ অপরাহ্ণ
বরিশাল-২ আসনে আটজন প্রার্থীর গণসংযোগ শুরু
সংবাদটি শেয়ার করুন....

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) সংসদীয় আসনে প্রতিদ্বন্ধিতায় রয়েছেন আটজন প্রার্থী। এসব প্রার্থীরা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারনার জন্য নির্বাচনী মাঠে গণসংযোগে নেমেছেন।

বরিশাল-২ আসন থেকে প্রতিদ্বন্ধি প্রার্থীরা হলেন-বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু, জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী মোহাম্মদ নেছার উদ্দীন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মোটর গাড়ি মার্কার প্রার্থী মো. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির (জেপি) মনোনীত বাইসাইকেল মার্কার প্রার্থী আব্দুল হক, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী এম.এ জলিল, গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক মার্কার প্রার্থী রঞ্জিত কুমার বাড়ৈ, ন্যাশনাল পিপিলস্ পার্টি (এনপিপি) মনোনীত আম প্রতীকের প্রার্থী সাহেব আলী।

উজিরপুর উপজেলার সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা জানিয়েছেন, এ আসনের নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে। এছাড়াও প্রার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। তারা সেই সম্পর্ক বজায় রেখে ও আচরণবিধি মেনে নির্বাচনের প্রচার প্রচারনা চালিয়ে যাবেন। তাছাড়া নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, বরিশাল-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৮৩৭ জন। এরমধ্যে পোষ্টাল ভোটার সংখ্যা ৫ হাজার ১০২ জন।